আমি নির্দোষ, আমি আমার দেশের প্রেসিডেন্ট: নিকোলা মাদুরো

আগামী ১৭ মার্চ

  • আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান না জানিয়ে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র: গুতেরেস
  • যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ‘অস্ত্র হাতে নিতে’ প্রস্তুত কলম্বিয়ার প্রেসিডেন্ট

“কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিশ্বজুড়ে কর্মসংস্থান ও প্রযুক্তি খাতে বড় পরিবর্তন আনছে।”

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই: ব্রিটিশ প্রধানমন্ত্রী

নেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই—বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এটা এমন এক পরিস্থিতি যা এত ‘সহজ নয়’।

স্টারমার আজ সাংবাদিকদের বলেন, ‘ভেনেজুয়েলায় আমাদের প্রয়োজন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রূপান্তর। এই সপ্তাহান্তের আগেও এটাই ছিল আমাদের অবস্থান, এখনও সেটাই রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইনই সেই কাঠামো—ভিত্তি বা মানদণ্ড—যার আলোকে আমরা অন্য সব সরকারের কর্মকাণ্ড বিচার করি। আর যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে, তার ব্যাখ্যা দেওয়াটা অবশ্যই যুক্তরাষ্ট্রের দায়িত্ব। এটি সহজ নয়। বিষয়টি জটিল এবং আজও পরিস্থিতির পরিবর্তন ঘটছে।’

আন্তর্জাতিক সংবাদ
বিশ্ব পরিস্থিতির সর্বশেষ আপডেট

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *